উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন চিত্র পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। বাম আমলের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সাংবাদিকদের আঙুল তুলে শাসালেন তিনি। অবশেষে অনীককে থামিয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পরিস্থিতি সামাল দিতে পরিচালকের হাত থেকে মাইক সরিয়ে নেওয়া হয়। কিন্তু নিজের জায়গায় অনড় থাকেন অনীক। তিনি সাফ জানান, ‘বিকাশদা ক্ষমা চাইছেন, শান্ত করার চেষ্টা করছেন, তবে আমি থামব না। এরপরে যদিও সাংবাদিক সম্মেলন বন্ধ হয়ে যায়।’
শনিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুদ্ধিজীবীদের সাংবাদিক সম্মেলন হয়। সেখানে এক সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারান পরিচালক। অনীকবাবুদের উদ্দেশে এক সাংবাদিক জানতে চান, কেন তাঁদের কখনও সিপিএমের মঞ্চে এবিষয়ে কথা বলতে দেখা যায় না। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে তাঁকে সেভাবে কথা বলতে দেখা যায় না কেন তাও জানতে চান তিনি। এরপরেই সাংবাদিককে কার্যত শাসাতে থাকেন অনীক। তিনি বলেন, ‘আমার ফেসবুক দেখুন। কী বলতে চান? আমি বিজেপির দালালি করি? চোপ! একদম চুপ করে থাকুন।’