উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে বড়পর্দায় আসতে চলেছে ‘হত্যাপুরী’। সত্যজিৎ রায়ের উপন্যাসকে পর্দায় আনতে চলেছে সন্দীপ রায়। তবে জল্পনা শুরু হয়েছে ফেলুদার চরিত্র নিয়ে। এর আগে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে একাধিক টলিউড অভিনেতাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়কে বড়পর্দায় ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে। আবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজে টোটা রায় চৌধুরীকে প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় দেখা গিয়েছে। ফেলুদার চরিত্রে প্রত্যেকেই দর্শকদের মন কেড়েছেন। তবে এবার ফেলুদার চরিত্র নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কে হবে নতুন ফেলুদা? টলিউড সূত্রে খবর, এবার একেবারে নতুন মুখ আনতে চলেছেন পরিচালক। তাতে অনির্বাণ ভট্টাচার্য ও ইন্দ্রনীল সেনগুপ্তর কথা উঠে এসেছে। আবার ওয়েব সিরিজে টোটার পারদর্শিতা দেখে, তাঁর কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, হানি বাফনা, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের নামও ঘুরছে টলিপাড়ায়। যদিও রায় পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায় জানান, মে মাসের মাঝামাঝি সময়ে ফেলুদার নাম ঘোষণা করা হবে। তার আগে কিছুই জানানো যাবে না। প্রসঙ্গত, ইতিমধ্যে শুটিংয়ের জায়গা দেখে এসেছে সন্দীপ রায়ের টিম। শীঘ্রই শুরু হবে শুটিং। এই শীতেই বড়পর্দায় দেখা যাবে প্রদোষচন্দ্র মিত্র, তপেশরঞ্জন মিত্র ও লালমোহন গঙ্গোপাধ্যায়কে। তবে কে এই নতুন ফেলুদা, তা জানতে উৎসাহী দর্শক মহল।
আরও পড়ুন : আলিয়াকে কাপুর পরিবারে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট রণবীরের ভাইঝির