কলকাতা: আনিস (Anish Khan) মৃত্যুর প্রতিবাদ। বৃহস্পতিবার আমতা থানার সামনে বিক্ষোভ দেখায় এসএফআই, ডিওয়াইএফআই। ধুন্ধুমার কাণ্ড বেধে যায় সেখানে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। বাঁশের ব্যারিকেড ভেঙে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। থানার সামনে বিক্ষোভে শামিল হন আনিসের বাবা।
এদিকে আনিস খুনে আমতা থানার এক আধিকারিক সহ চারজনকে ফের তলব করেছে সিট। পাশাপাশি ওইদিন আরটি ভ্যানের ডিউটিতে থাকা পুলিশ কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন : আনিস খানের মৃত্যুরহস্য সমাধানের দাবীতে পথে পড়ুয়ারা