ডিজিটাল ডেস্ক : টলিউডের অন্যতম অভিনেতা অঙ্কুশ হাজরা দীর্ঘদিন ধরেই ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার সঙ্গে সম্পর্কে জড়িত। কিন্তু হঠাৎ করেই অঙ্কুশ হাজরার গলায় বান্ধবীকে নিয়ে খেদ শোনা গেল। অঙ্কুশ জানালেন, তিনি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চান। এটুকু শুনেই খুব সম্ভবত ব্রেকআপ সম্ভাবনার কথাই মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু আদৌ এরকম কোনো সম্ভাবনা নেই। আসলে ঐন্দ্রিলা সাহা বর্তমানে ওজন ঝড়িয়ে অনেকটাই রোগা হয়ে গিয়েছেন। এই অবস্থায় অঙ্কুশ হাজরা আগের মোটাসোটা ঐন্দ্রিলা এবং এখনকার ঐন্দ্রিলার দুটো ছবি কোলাজ করে পোস্ট করেছেন এবং সেখানেই তিনি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চান বলে মন্তব্য করেছেন। অঙ্কুশ-ঐন্দ্রিলা সবসময়েই নজর কাড়েন দর্শকদের। সেদিক থেকে বলা যায় অঙ্কুশের পোস্ট এবার যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।
সৌমিত্র-স্বাতীলেখাকে শ্রদ্ধা জানিয়ে ‘বেলাশুরু’-র কার্টুন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বেলাশেষে’ ছবির সাত বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বেলাশুরু’। মুক্তির প্রথম দিনেই ৩৫ লক্ষ টাকার ব্যবসা...
Read more