ডিজিটাল ডেস্ক : এ বছরেই হতে চলেছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস (Birmingham Commonwealth Games)। আর এবার অন্যান্য বিভাগের মতন ভারতীয় মহিলা হকি বিভাগ থেকেও দল ঘোষণা করা হল। এবং দেখা যাচ্ছে, কমনওয়েলথ গেমসের মহিলা হকি (Hockey) দল থেকে বাদ পড়েছেন তারকা খেলোয়াড় রানী রামপাল। কিছুদিন আগে রানী রামপাল বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই তিনি হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। এখনো চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাই তাঁকে বাদ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে, কমনওয়েলথ গেমসে মহিলা হকি দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক সবিতা পুনিয়া। তাঁর সহকারীর ভূমিকায় থাকবেন আর এক অভিজ্ঞ ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা। ২৮ শে জুলাই থেকে ৮ ই আগস্ট পর্যন্ত কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে বার্মিংহামে। জানা গিয়েছে মহিলা সিনিয়ার ভারতীয় হকি দলের গোলরক্ষক হিসেবে থাকবেন সবিতা পুনিয়া (ক্যাপ্টেন), রজনী এতিমারপু, ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা (সহকারী ক্যাপ্টেন), গুরজিত কৌর, নিক্কি প্রধান ও উদিতা। মিডফিল্ডারে থাকবেন নিশা, সুশীলা চানু, মনিকা, নেহা, জ্যোতি, নভজোত কৌর,সালিমা টেটে। এবং স্ট্রাইকারে থাকবেন বন্দনা কাটারিয়া, নভনীত কৌর, শর্মিলা দেবী এবং সঙ্গীতা কুমারী। ২৯ শে জুলাই ভারত প্রথম ঘানার মুখোমুখি হতে চলেছে। এরপর একে একে ভারত ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলসের মুখোমুখি হবে বলে জানা গিয়েছে। কার্যত কমনওয়েলথ গেমসে মহিলা হকি দল কিরকম পারফরম্যান্স করে, সে দিকেই নজর থাকবে ক্রীড়া বিশেষজ্ঞদের।
ঘরে ফিরলেন অচিন্ত্য, সোনার ছেলেকে ঘিরে উচ্ছ্বাস গ্রামে
হাওড়া: ঘরে ফিরলেন সোনার ছেলে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারোত্তোলনে সোনা জিতেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। সোমবার...
Read more