বেলাকোবা: বোদাগঞ্জে মাঘ পূর্ণিমাতে ৫১ পীঠ ত্রিশ্রোতা মা ভ্রামরী দেবীর মন্দিরের বাৎসরিক পুজো ও মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস ও বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত। এই মেলা আগামী পাঁচদিন চলবে। পাশাপাশি এই উপলক্ষ্যে মেলা কমিটির তরফে চারশো দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন কৃষ্ণ দাস ও সঞ্জয় দত্ত।
এই মেলায় শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ সহ অন্যান্য এলাকা থেকে দোকানদাররা তাদের পসার নিয়ে দোকান দিয়েছেন। পুজো ও মেলা উপলক্ষ্যে শুক্রবার থেকেই দূরদূরান্ত থেকে ভক্তদের আগমন হয়েছে বলে জানান পূজা কমিটির সেক্রেটারি রুনুকান্ত রায়। এছাড়া পুজোর পাঁচদিনই মায়ের ভোগের প্রসাদ সকলকে পরিবেশন করা হবে বলে জানান তিনি।
শনিবার রাতে মায়ের পুজো শুরু হবে। পুজো করবেন পুরোহিত সুভাষ বন্দ্যোপাধ্যায় ও মন্দির সৃষ্টিকারী বুদ্ধ ভৈরব লাল ঠাকুর। আর সেই পুজোর মাধ্যমেই মেলার শুভ সূচনা হবে বলে জানান কমিটির কোষাধ্যক্ষ বাবলু রায়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সমাধান যাত্রায় কিশনগঞ্জে এলেন নীতিশ কুমার