জটেশ্বর, ২২ জানুয়ারিঃ বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। উপস্থিত ছিলেন ফালাকাটা ২ গ্রামপঞ্চায়েতের প্রধান অপর্ণা ভট্টাচার্য্য। ৪৬টি ইভেন্ট ২৫২ জন প্রতিযোগী অংশ নেয় বলে বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। এদিন ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্বে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও বিভিন্ন ইভেন্টটে অংশ নেন ।
সাকেত মামলায় রাহুল ঘনিষ্ঠকে জেরা ইডির
নয়াদিল্লি: জেলবন্দি সাকেত গোখলের মামলায় এল নয়া মোড়। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের বিরুদ্ধে আনা আর্থিক তছরুপের অভিযোগে এবার শীর্ষ...
Read more