মানিকগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে পদযাত্রা অনুষ্ঠিত হল দক্ষিণ বেরুবাড়িতে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সদর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে মঙ্গলবার মানিকগঞ্জ বাজার থেকে সাতকুড়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পদযাত্রা করা হয়। এর নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলির সদস্য গোবিন্দ রায়, জেলা কমিটির সভাপতি সারদাপ্রসাদ দাস, সম্পাদক মন্ডলির সদস্য সঞ্জীব রায়, সদর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক নিরাপদ বিশ্বাস প্রমুখ। ঢাক-ঢোল সহকারে বহু কর্মী ও সমর্থক এই পদযাত্রায় শামিল হন। সন্ধ্যায় সাতকুড়া বাজারে একটি পথসভার আয়োজন করা হয়।
হিলি রেলপথ সম্প্রসারণে বরাদ্দ ১৯০ কোটি
উত্তর-পূর্ব সীমান্ত রেল ওই প্রকল্পের জন্য ১৯০ কোটি টাকার প্রস্তাব পাশ করেছে।
Read more