ডিজিটাল ডেস্ক : মাদকাসক্তি এই মুহূর্তে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এবার প্রচার শুরু করল কলকাতা পুলিশ। কার্যত সপ্তাহব্যাপী মাদক বিরোধী প্রচার চালাবে তাঁরা। আর এই উপলক্ষে কলকাতা পুলিশের তাঁবুতে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, কলকাতা পুলিশ সারা সপ্তাহ জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে এই প্রচার চালাবে। এই প্রচার অভিযানে কলকাতা পুলিশ প্রচুর যুবক-যুবতীকে সামিল করেছে। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশি তিনি বলেন, মাদক যুবসমাজের ক্ষেত্রে আতঙ্ক ও ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। একইসাথে তিনি আবেদন করেছেন, কলকাতা পুলিশের পাশাপাশি সমাজের প্রত্যেককে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এদিন কলকাতা পুলিশের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব, আবীর চট্টোপাধ্যায়, দেবলীনা সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। ২৬ শে জুন পর্যন্ত এই প্রচার অভিযান চলবে বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে।
আরও পড়ুন : ধরা পড়ল জামতাড়া গ্যাংয়ের ৪ প্রতারক, পর্দাফাঁস জাল সিমকার্ড চক্রের