কুমারগ্রাম : এলাকা জীবাণুমুক্ত রাখতে বৃহস্পতিবার কুমারগ্রামের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে জীবাণুনাশক স্প্রে করল দমকল বাহিনী। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, বারবিশা দমকল কেন্দ্রের ওসি বিচিত্র তরফদার দাঁড়িয়ে থেকে জনসমাগম ঘটে এমন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জীবাণুনাশক স্প্রে করান। ব্যাংক, দিন বাজার, সাপ্তাহিক হাট চত্বর, বাসস্ট্যান্ড, পোস্ট অফিস, র্যাশন দোকান চত্বরগুলি এদিন জীবাণুমুক্ত করা হয়। ডেটল, ফিনাইল প্রভৃতি সরবরাহ করে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কুমারগ্রাম ব্যবসায়ী সমিতি। প্রশাসনের এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করছে। কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, সর্বোপরি জনসচেতনতাই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারে। তাই কুমারগ্রামের গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে জীবাণুনাশক স্প্রে করে এলাকার জনগণকে ওই বার্তাই দেওয়া হল। বারবিশা দমকল কেন্দ্রের ওসি বিচিত্র তরফদার বলেন, বিভাগীয় নির্দেশ মেনে জেলা এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কুমারগ্রামের বিভিন্ন জনপদ গুলিতে জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজ করা হচ্ছে। করোনা নিয়ে মানুষের মধ্যে ভীতি রয়েছে। যতটা সম্ভব এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, সরকারি অফিস, হাটঘর প্রভৃতি কেমিক্যাল মিশ্রিত জল স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা বলেন, করোনা মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশ এবং নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন মেনে যতটা বেশী সম্ভব নিজেদেরকে ঘরবন্দি রাখতে হবে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মুখে অবশ্যই মাস্ক লাগাতে হবে। বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থুতু না ফেলা, হাঁচি-কাশির সময় কনুই দিয়ে মুখ আড়াল করা, ঘর পরিস্কার পরিচ্ছন্ন করে ডেটল ফিনাইল দিয়ে স্যানিটাইজ করা প্রভৃতি মেনে চললে আমরা অবশ্যই করোনাকে হারাতে পারব।
তিনি আরও জানান, কুমারগ্রামবাসী সচেতনভাবে এসব মেনে চলছেন। কিন্তু প্রতিদিন জনসমাগম ঘটে এমন জায়গাগুলিতে বাসিন্দাদের অনেকেই নিজেদের অজ্ঞতার কারণে পান, গুটখা খেয়ে পিক, থুতু ফেলছেন। এতে সমাজে ক্ষতিকারক জীবাণু ও ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ক্ষতিকারক জীবাণু ও ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এদিন কুমারগ্রামের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে এবং বিষয়গুলি নিয়ে বাসিন্দাদের সচেতন করা হয়েছে।