কলকাতা: জেলে গিয়েও নিজের কাজ ভোলেননি বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার তাঁকে আসানসোল আদালতে তোলে সিবিআই। ফের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু তাতেও না ভেঙে বরং দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ছক কষে দিলেন তৃণমূল নেতা। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে বীরভূমের তৃণমূল নেতা-কর্মীরা আসানসোল আদালতে এলে তিনি নির্দেশ দেন, বীরভূমের যেখানে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বিজেপি সভা করবে, সেখানে পালটা সভা করতে হবে জেলা তৃণমূলকে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জেলে থাকায় চিন্তা একটু হলেও বেড়েছে দলের। জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে বীরভূমে বামেরাও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তার ওপর বিজেপিও ঠিক করেছে, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বীরভূমে মিঠুন চক্রবর্তীকে দিয়ে সভা করবে। তাই জেলে বসেই তিনি সাংগঠনিক ছক সাজাতে শুরু করেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আরও পড়ুন : গোরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেপাজত অনুব্রত’র