কলকাতা, ২৪ জানুয়ারিঃ প্রয়াত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ছবি মণ্ডল। শহরের একটি ক্যানসার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এদিন খবর পেয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁর মরদেহ হাসপাতাল থেকে বোলপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে।