রামপুরহাট: দুর্ঘটনার কবলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrat Mandal) নিরাপত্তারক্ষীর গাড়ি। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী শেহগল হোসেন পরিবারের সঙ্গে দুর্গাপুর গিয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে দু’টি গাড়ি নিয়ে ইলামবাজার হয়ে ফিরছিলেন। একটি গাড়িতে ছিল শেহগলের আড়াই বছরের মেয়ে ও মাধব কৈবর্ত্য নামে বোলপুরের এক ব্যবসায়ী। বাকিরা অন্য গাড়িতে ছিলেন। ইলামবাজার এলাকায় ডাম্পারের সঙ্গে সাইগেলের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুড়চে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় শেহগলের মেয়ে ও মাধববাবুর। গুরুতর জখম হয়েছেন গাড়িচালকও। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: প্রখর রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ, শুক্রবার থেকে বদলাতে পারে পরিস্থিতি