কুশমণ্ডি: রাজ্য অ্যাথলেটিক মিটে সোনা জয়ের পরে আজ ৩৩তম ইস্ট জোনাল জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ খেলতে রওনা হল মানিকর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুপ্রিয়া রায়। ওই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বরঞ্জন সরকার এবং বিদ্যালয়ের কোচ কিরণপ্রকাশ মাহাতো জানিয়েছেন, বিহারের(Bihar) পাটনায় পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর তিনদিন ইস্ট জোনাল জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হবে। ওই খেলায় অংশ নিতে আজ রওনা হয়েছে অনুপ্রিয়া।
বিহারে পাচারের পথে শিলিগুড়িতে উদ্ধার সিকিমের মদ, গ্রেপ্তার ৪
শিলিগুড়িঃ সিকিম থেকে এনে বিহারে পাচারের পথে প্রচুর পরিমানে মদ বাজেয়াপ্ত করল প্রধাননগর থানার পুলিশ। সোমবার গোপণ সূত্রে পাওয়া খবরের...
Read more