মেটেলি, ১২ ফেব্রুয়ারিঃ মেটেলি ব্লকের ডানকান্সের রুগ্ন নাগেশ্বরী চা বাগানের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন সমাজকর্মী তথা পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতির নেত্রী অনুরাধা তলোয়ার। বুধবার নাগেশ্বরী চা বাগানের যুব সম্প্রদায়ের ডাকে তিনি বাগানে গিয়ে যুব সম্প্রদায় সহ বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। অনুরাধা তলোয়ার বলেন, ‘বাগানে অবৈধভাবে ছায়াগাছ কাটা হচ্ছে। বিপুল টাকার মজুরি, পিএফ, গ্র্যাচুয়িটি বকেয়া রয়েছে। বাগানের লোকেরা চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ডুয়ার্সের ২৯টি চা বাগানের বকেয়া মজুরি দেওয়ার দাবিতে সুপ্রিমকোর্টে মামলা করা হয়েছিল। ২০০৬ সাল থেকে আমরা বন্ধ ও রুগ্ন চা বাগানের শ্রমিকদের জন্য আন্দোলন করে আসছি। ডানকান্স তার বাগানগুলিকে ঠিকমতো চালাতে পারছে না। তারা বাগান ছাড়ছেও না। ডানকান্সের বাগানগুলি ধূকছে। অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। শ্রমিকরা সঙ্গে থাকলে এর বিরুদ্ধে আমরা আদালতে যাব।’
সাকেত মামলায় রাহুল ঘনিষ্ঠকে জেরা ইডির
নয়াদিল্লি: জেলবন্দি সাকেত গোখলের মামলায় এল নয়া মোড়। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের বিরুদ্ধে আনা আর্থিক তছরুপের অভিযোগে এবার শীর্ষ...
Read more