মুম্বই, ২৪ জুনঃ গত সপ্তাহেই বিরাট তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মা তাঁর গাড়ির কাচ নামিয়ে পাশের বিলাসবহুল গাড়িতে থাকা এক ব্যক্তিকে গাড়ি থেকে প্লাস্টিক ফেলার জন্যে কড়া কথা বলছেন। অনুষ্কার স্পষ্ট প্রশ্ন ছিল কেন তিনি গাড়ি থেকে ময়লা ফেলছেন রাস্তায়? তাঁর উচিত ছিল বিন ব্যবহার করার। বিরাট সেই ভিডিয়োটি পোস্ট করে লেখেন, দামি গাড়ি চড়লেও, এই ব্যক্তির বুদ্ধি লোপ পেয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় এভাবে তাঁর পরিচয় প্রকাশ করার জন্যে কোহলি দম্পতিকে আইনি নোটিশ পাঠালেন সেই ব্যক্তি।
দিন কয়েক আগেই জানা গিয়েছে, বিরাটের ভিডিয়োতে থাকা ওই ব্যক্তি হলেন আরহান সিংহ। ছোটবেলায় বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।
অনেকেই অনুষ্কাকে ভিডিওতে অহেতুক রূঢ় বলেছেন। আবার অনেকে বিরুষ্কার স্বপক্ষেও মুখ খুলেছেন।
Anushka Sharma and Virat Kohli served legal notice by the man, who was earlier scolded by the actress in a recent post over social media for littering in public.
Read @ANI story | https://t.co/9BWvVV1tl9 pic.twitter.com/W0U13VmF6j
— ANI Digital (@ani_digital) June 23, 2018