নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং।
এদিন বিজেপিতে যোগ দিয়ে অপর্ণা বলেন, ‘আমি বিজেপির কাছে অনেক কৃতজ্ঞ। দেশ সবসময় আমার জন্য প্রথম। আমি প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির কাজের প্রশংসা করি।’ অপর্ণা হলেন মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী। ২০১৭ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে লড়েছিলেন অপর্ণা। তবে সে বার হেরে যান তিনি। অপর্ণা মহিলা সুরক্ষায় একটি সংস্থা চালান। পাশাপাশি বয়স্ক গবাদি পশুদের জন্য আশ্রয়স্থলের কাজও করেন তিনি।