উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখন ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাবে। ১৩ তম জাতীয় ভোটার দিবসে এই ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই করা যাবে রেজিস্ট্রেশন।
জানা গিয়েছে এতদিন ১৮ বছর বয়স হলেই আবেদনের সুযোগ মিলত। এবার আগে আবেদন করতে পারায় ১৮ বছর বয়স হলেই আবেদনকারীরা ভোটার হয়ে যাবে। এমনকি নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে ভোটারকার্ড পৌঁছে যাবে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন নানা অনুষ্ঠান হয় সারা দেশে। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনটিকেই ভোটার দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল। ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Republic Day | বাদ ব্রিটিশ কামান, ২১ তোপে সেলামি দেবে দেশি ফিল্ড গান