ডিজিটাল ডেস্কঃ বাড়ির শোভা বাড়ানোর জন্য অনেকেই অ্যাকোয়ারিয়াম কেনেন। রঙিন মাছ জলের মধ্যে ঘুরে বেড়ালে তা অবশ্যই দেখতে ভাল লাগে। তাই অনেকেই অ্যাকোরিয়াম কেনেন।অ্যাকোয়ারিয়াম একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। এই অ্যাকোয়ারিয়াম বাড়িতে রাখলেও কিছু বিষয় মাথায় রাখতে হবে, চলুন জেনে নেওয়া যাক অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে যেসব বিষয়ে খেয়াল রাখবেন….
১) অকারণ কেমিক্যাল ব্যবহার করবেন না:
মাছের দোকানে অনেকরকম ওষুধ কিনতে পাওয়া যায়। আপনি জলের পিএইচ লেবেল জেনে তবেই সেই ওষুধ ব্যবহার করুন। অযথা কেমিক্যাল ব্যবহার করে জলের ভারসাম্য নষ্ট করবেন না।
২) কৃত্রিম জিনিস ব্যবহার করবেন না:
প্লাস্টিকের গাছ অ্যাকোয়ারিয়াম ব্যবহার করবেন না। বা প্রাকৃতিকভাবে রঙিন পাথর ব্যবহার করবেন। কম খরচে অ্যাকোয়ারিয়াম সেট আপের সময় এই বিষয়গুলি মাথায় রাখুন।
৩) পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করুন:
যে অ্যাকোয়ারিয়ামে আপনি মাছ রাখবেন, সেই অ্যাকোয়ারিয়ামে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করুন অবশ্যই। অ্যাকোয়ারিয়ামের মাপ অনুযায়ী আপনি অক্সিজেন ও ফিল্টার লাগান।
৪) মাছ নিয়ে ইন্টারনেটে পড়ে নিন:
আপনি মাছ কেনার আগে সেই মাছের বিষয়ে ইন্টারনেটে পড়ে নিন। কীভাবে যত্ন নেবেন, তার ফুড হ্যাবিটও জেনে নিন।
৫) মাছ নিয়ে ইন্টারনেটে পড়ে নিন:
আপনি মাছ কেনার আগে সেই মাছের বিষয়ে ইন্টারনেটে পড়ে নিন। কীভাবে যত্ন নেবেন, তার ফুড হ্যাবিটও জেনে নিন।
৬) প্রাকৃতিক গাছ ব্যবহার করুন:
প্লাস্টিক গাছ ব্যবহার না করে প্রাকৃতিক বা আসল গাছ ব্যবহারের চেষ্টা করুন। তবে পর্যাপ্ত আলো অবশ্যই দেবেন। আমাজ়ন সোর্ড, স্যাজিটিরিয়া, লিলি, ক্রিপ্টোকোরিন ইত্যাদি গাছ রাখতে পারেন।
৭) রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিন:
প্রতি সপ্তাহে সম্পূর্ণ জলের অন্তত এক তৃতীয়াংশ তুলে নিন। স্পঞ্জ দিয়ে অ্যাকোয়ারিয়ামের গা মুছে নিন। তারপর নতুন করে জল দিন। সম্পূর্ণ সেট-আপ তুলে জল বদলাতে পারবেন। এইভাবেই কম খরচে অ্যাকোয়ারিয়াম সেট আপ করে ফেলুন।
আরও পড়ুন : Pet | পোষ্য বাড়িতে থাকলে যেসব ব্যাপারে সচেতন থাকতে হবে, জেনে নিন