কলকাতা: করোনায় আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। ৬ জানুয়ারি তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, রিষড়ার বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
রাজ্যজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। একাধিক রাজনৈতিক হেভিওয়েট নেতা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।