ডিজিটাল ডেস্ক: আমেরিকায় এতদিন পর্যন্ত গর্ভপাতের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু গত ৫০বছরের সাংবিধানিক অধিকার বদলে গেল আমেরিকার সুপ্রিম কোর্টের (USA Supreme Court) নির্দেশে। ১৯৭৩ সালের রো বনাম ওয়েড মামলার ঐতিহাসিক রায়ে মার্কিন সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, মার্কিন সংবিধানে মহিলাদের গোপনীয়তা রক্ষার অধিকার দেওয়া আছে। সুতরাং কোন মহিলা চাইলে গর্ভপাত করাতে পারেন। আর আজ মার্কিন সর্বোচ্চ আদালত শুনানির পর সেই ঐতিহাসিক রায় খারিজ করে জানিয়ে দিল, এই মামলায় মার্কিন সংবিধানের অপব্যাখ্যা হয়েছে। কার্যত আগে যেখানে বলা হয়েছিল, ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো যেতে পারে। কিন্তু আজ বলা হল, সংবিধানে এরকম কোন কথা বলা নেই। কার্যত গর্ভপাতের অধিকারের বদল আনা নিয়ে এতদিন পর্যন্ত রিপাবলিকানরা সরব হয়েছিল। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই তাঁরা অত্যন্ত খুশি। কার্যত এই রায় তাঁদের জয় হিসেবে ধরা হচ্ছে। তবে মার্কিন সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক তরজা দেখা দিয়েছে। শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়।
পয়গম্বর বিতর্কে নূপুর শর্মাকে স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট
ডিজিটাল ডেস্ক: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা (Nupur Sharma)। তাই নিয়ে দেশ জুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে...
Read more