ডিজিটাল ডেস্ক : কমিক চরিত্র ‘দ্য আর্চি’র জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর সেই আর্চিকেই এবার ভারতীয় পর্দায় নিয়ে আসছেন জোয়া আখতার। এবং জোয়ার হাত ধরেই এই ছবিতে আত্মপ্রকাশ করছেন বলিউডের এক ঝাঁক তারকা পুত্র-কন্যা। জানা গিয়েছে, একদিকে শাহরুখকন্যা সুহানা খানকে যেমন প্রথমবার পর্দায় দেখা যাবে, ঠিক সেরকমই অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দা এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুরকেও এই ছবিতে দেখা যাবে। জোর জল্পনা চলছে এই ছবিতে সৈয়ফ আলি খানের পুত্র ইব্রাহিম খানের আত্মপ্রকাশ নিয়ে। যদিও এই ছবির সূত্রে নেপোটিজম বিতর্ক আবার মাথাচাড়া দিয়েছে। ইতিমধ্যেই ‘দ্য আর্চির’ টিজার মুক্তি পেয়েছে। আর তাতেই বলিউডের নতুন প্রজন্মকে দেখার কৌতুহল উঠেছে তুঙ্গে।
স্ত্রী ও সন্তানদের টানে দার্জিলিংয়ে এসে ঘাঁটি গাড়লেন সইফ আলি খান
বাগডোগরা: স্ত্রী করিনা কাপুর ও দুই ছেলেই দীর্ঘদিন কাছ ছাড়া। মন মানছিল না বাবা সইফ আলি খানের। তাই ছোটে নবাব...
Read more