ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথেই রাজ্যজুড়ে শাসকদলের অশান্তি প্রকাশ্যে এসেছে। প্রার্থী অসন্তোষের জেরে ধর্মঘট পালন হচ্ছে বিভিন্ন পুরসভা এলাকায়। যেমন- কামারহাটি পুরসভা এলাকায় তৃণমূলের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রীতিমতো রাস্তা অবরোধ করে দেওয়া হল পুরসভার এক থেকে সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করার দাবিতে। কার্যত তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ব্যাপক বিভ্রান্তি হয়েছে বলে স্বীকার করে নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার পরেও জেলায় জেলায় অশান্তি কিন্তু অব্যাহত। এ প্রসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন দল ছেড়ে যেন কেউ না যায়। খুব স্বাভাবিকভাবেই মদন মিত্রের এলাকায় তৃণমূলের এই ব্যাপক অশান্তি কার্যত দলের শীর্ষনেতৃত্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
একুশে জুলাইয়ে কি বড় চমক তৃণমূলের? বাড়ছে কৌতুহল শহীদ সমাবেশ নিয়ে
ডিজিটাল ডেস্ক : বরাবরই একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের দিকে নজর থাকে সবার। কিন্তু গত দু'বছর যাবত করোনার (Corona)...
Read more