মুম্বই: মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা অর্জুন রামপালকে ফের সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবারই মুম্বইয়ের এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে বলিউড অভিনেতাকে।
Mumbai: Narcotics Control Bureau summons actor Arjun Rampal on 16th December, in a drugs case
— ANI (@ANI) December 15, 2020
প্রসঙ্গত, গতকালই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় মাস পূর্ণ হল। মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে বলিউডের মাদক যোগের বিষয়টি ধরা পড়ে। মাদককাণ্ডে নাম জড়িয়েছে বলিউডের নামজাদা বহু তারকার। মাদক মামলাতেই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল। শর্ত সাপেক্ষে জামিন পান দু’জন। জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিংকে। গ্রেপ্তার করা হয়েছিল কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। সেই দু’জনও জামিনে মুক্তি পান। অনুমান করা হচ্ছে, মাদককাণ্ডে অর্জুনের নাম জড়িয়েছে প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়াদেসের ভাই আগিসিলাওসের কারণে। গত নভেম্বর মাসে অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সেই মাসেরই ১৩ তারিখে এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছিলেন অভিনেতা। এবার ফের অর্জুনকে সমন পাঠাল এনসিবি।