ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক দিন যাবত বিজেপি সাংসদ অর্জুন সিং এর গলায় কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষুব্ধ সুর। ইতিমধ্যে অর্জুন সিং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু তাও অর্জুন সিং এর ক্ষোভ কমেনি। এবার জানা যাচ্ছে, অর্জুন সিং এর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কার্যত রাজ্যের পাট চাষী এবং বন্ধ জুটমিল নিয়ে সরব হয়েছেন অর্জুন সিং। আর এবার এই বিষয়টি তিনি জে পি নাড্ডার সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন। আবার শোনা যাচ্ছে, অর্জুন সিং কে জুট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ ব্যাপারে অর্জুন সিং জানিয়ে দিয়েছেন, যদি তাঁকে জুট কর্পোরেশনের কোন দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা তিনি গ্রহণ করবেন না। রাজনৈতিক মুহলের অনেকেই মনে করছেন, এই মুহূর্তে অর্জুন সিং গেরুয়া শিবিরের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজেপি আগে জানালে দ্রৌপদী মুর্মুকে নিয়ে ভাবা যেত, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন, আগে জানলে অন্য সিদ্ধান্ত নিতেও পারত তৃণমূল কংগ্রেস। কারণ আদিবাসীদের প্রতি...
Read more