উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাটশিল্প নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পেয়ে হতাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাটশিল্পের সমস্যা নিয়ে বৈঠকে বসেছে কেন্দ্র, রাজ্যের শ্রম দপ্তরের প্রিন্সিপাল সচিব এবং পাটকলের মালিকপক্ষ। অথচ বৈঠকে ডাকই পেলেন না এই ইস্যু নিয়ে সরব হওয়া সাংসদ অর্জুন সিং। এ বিষয়ে অর্জুন সিং জানান, না ডাকলে কীভাবে যাবেন। ডাকলে কোনও ভুল হলে শুধরে দিতে পারতেন।
পাটশিল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন সাংসদ। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal) সমালোচনাও করেছেন। পাটশিল্পের সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু উত্তর পাননি। সমস্যার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকেও (Amit Sha)। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। মমতা ছাড়াও ওডিশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে এ বিষয়ে অবগত করেন তিনি।
আরও পড়ুন : নোবেল তদন্তে সিবিআই এর ব্যর্থতাকে তুলে ধরছে এবার তৃণমূল সরকার