ডিজিটাল ডেস্ক : গেরুয়া শিবিরে জোরদার ধাক্কা দিয়ে আরও একবার তৃণমূলে ফিরে এলেন বিজেপির অন্যতম সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। প্রসঙ্গত, গত কয়েকদিন যাবত অর্জুন সিংকে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছিল। রাজনৈতিক মহলের অনেকেই অনুমান করেছিলেন, এবার হয়তো অর্জুন সিং এর তৃণমূলে ফেরার পালা। আর সমস্ত অনুমান সত্যি করে রবিবার দ্বিপ্রহরে সত্যি সত্যি ব্যারাকপুরের বিজেপি সাংসদ যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল ছেড়ে ২০১৯ এ বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। ২০২২ এর ২২ শে মে দলবদল করেই বদলে ফেললেন তাঁর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি। জানা যাচ্ছে, হয়তো সোমবারই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে অর্জুন সিং এর দলবদল নিয়ে।
আরও পড়ুন : তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের দাবি তুললেন শুভেন্দু অধিকারী, কেন?