হরিশ্চন্দ্রপুর: সেনাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল একটি আম বাগান থেকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতি চাপা এলাকায়। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত সেনাকর্মীর নাম শংকর ঘোষ (২৭)। তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতি চাপা এলাকায়। গত ২৭ মার্চ ডিউটিতে জয়েন করার জন্য বাড়ি থেকে বের হন তিনি। তারপর বাড়ির লোকেরা ফোন মারফত তাঁর সঙ্গে যোগাযোগ করলে তা সম্ভব হয়নি। এরপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পাওয়া যায়, পুকুরিয়া থানার গৌরীপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে রয়েছেন তিনি। পরিবারের লোকেরা ওই আত্মীয়ের বাড়িতে গিয়েও তাঁর খোঁজ পায়নি। এদিন সকালে গৌরীপুর এলাকার এক আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে পরিবারে রহস্যের দানা বেঁধেছে।
আরও পড়ুন: আইনের চোখ এড়িয়ে প্রকাশ্যে বৃক্ষনিধন, কাঠগড়ায় বনদপ্তর