ময়নাগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ ময়নাগুড়িতে এনআরসি আতঙ্কে আত্মঘাতী অন্নদা রায়ের বাড়িতে গেলেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরুপ বিশ্বাস। মঙ্গলবার অরুপবাবু ময়নাগুড়ির মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের বড়কামাত গ্রামে অন্নদার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অরুপবাবুর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কিষাণ কল্যানি, জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ অন্যান্যরা। অরুপবাবু বলেন, ‘এনআরসি আতঙ্ক নিয়ে একের পর এক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এর জন্য দায়ী বিজেপি। রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকতে কোনোভাবেই এনআরসি চালু করা হবে না।’
এদিন অরুপবাবু মৃত অন্নদার বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকার এই পরিবারের পাশে রয়েছে বলে জানান অরুপবাবু। তিনি বলেন, ‘বিজেপির নেতাদের প্ররোচনামূলক মন্তব্যের জন্য মানুষ আতঙ্কিত। এনআরসি আতঙ্কে ময়নাগুড়ি ও ধূপগুড়িতে দুজনের মৃত্যু হয়েছে। এর প্রতিরোধ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এই রাজ্যে এনআরসি করতে দেবেন না। এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।’