গোপালনগর, ১৪ নভেম্বরঃ চোরাপথে বাংলাদেশে যাবার সময় ১ দালাল সহ মোট ৩১ জন গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন অটোচালকও রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বছর খানের আগে কাজের উদ্যেশে অবৈধ ভাবে এদেশে প্রবেশ করেছিল। এদিন ফের দালাল মারফত বাংলাদেশে যাওয়ার ছক ছিল তাদের।
বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ বামুনডাঙ্গা এলাকা থেকে তাদের প্রত্যেককে গ্রেফতার এদের বাড়ি বাংলাদেশ যশোর, ফরিদপুর ও বাগের হাট জেলায়। ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়েছে l