জলপাইগুড়ি, ২২ ফেব্রুযারিঃ বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। শনিবার বিকেলে জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয সড়কের গোশালা মোড় এলাকায় একটি ট্রাকে তল্লাসি চালিযে উদ্ধার হয গাঁজা। ঘটনায যুক্ত থাকার অভিযাগে কেহার সিং নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি হরিযানার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওযা গাঁজার পরিমাণ প্রায ১৮০ কেজি। সেগুলি অসম থেকে উত্তরপ্রদেশ নিযে যাওযা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে হলে জানিয়েছে কোতয়ালি থানার পুলিশ।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more