রাজগঞ্জ: প্যারোলে ছাড়া পেয়ে ফের জেলে না ফেরায় গ্রেপ্তার করা হল এক সাজাপ্রাপ্ত আসামীকে। খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছিল রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটি এলাকার দর্জিপাড়ার বাসিন্দা হায়দার আলির (৩৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরলে শ্রমিকের কাজ করত সে। সেখানে খুনের ঘটনায় ২০০৬ সালে তাকে গ্রেপ্তার করে কেরলের পুলিশ। তার আজীবন সশ্রম কারাদণ্ড হয়। কেরলের জেলেই ছিল সে। করোনার কারণে ২০২০ সালে ২০ দিনের জন্য প্যারোলে বাড়িতে আসে। পরে প্যারোলের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। তারপর আর কেরলের জেলে ফিরে যায়নি ওই ব্যক্তি। সেখানকার জেল কর্তৃপক্ষ বারবার নির্দেশ পাঠালেও সেখানে ফিরতে কোনও আগ্রহ দেখায়নি হায়দর। অবশেষে কেরলের জেল সুপার জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। এরপরই রাজগঞ্জ থানার পুলিশ হায়দর আলিকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার বলেন, ‘ধৃত গতবছর ২০ দিনের জন্য প্যারোলে বাড়িতে এলেও আর সেখানকার জেলে ফিরে যায়নি। তাই কেরলের জেল সুপারের নির্দেশ মতো ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।‘
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial