নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তুষারধসের কবলে পড়ে নিহত হয়েছেন ভারতীয় সেনার সাত জওয়ান। রবিবার কামেং সেক্টরে টহলদারির সময় তুষারধসে নিখোঁজ হয়ে যান তাঁরা। অবশেষে সাতজনের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘অরুণাচল প্রদেশে তুষারধসে ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় আমি গভীর শোকাহত। আমাদের জাতির জন্য তাঁদের অনুকরণীয় সেবা আমরা কখনই ভুলব না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অরুণাচল প্রদেশে ৭ জওয়ানের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। দেশবাসীর সুরক্ষার জন্য নিঃস্বার্থ কাজ করে চলেছেন জওয়ানরা। জওয়ানদের স্যালুট। তাঁদের পরিবার ও সহকর্মীর প্রতি সমবেদনা জানাচ্ছি।’ রাহুল গান্ধি লিখেছেন, ‘অরুণাচল প্রদেশে তুষারধসের মর্মান্তিক ঘটনায় সেনা কর্মীদের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তাঁদের পরিবার এবং সহযোগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এবার পাল্টা বক্তব্য পরিযায়ী শ্রমিক সংগঠনের