লাটাগুড়ি, ৩ মার্চঃ মন্ত্রী অরূপ বিশ্বাসের বিমানে বিপত্তি। মন্ত্রী সহ প্রাণে বাঁচলেন জলপাইগুড়ি জেলার একাধিক রাজনৈতিক গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব। মঙ্গলবার সন্ধ্যায় ১৫০ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমান কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হয়। ওই বিমানে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিমানে মন্ত্রী ছাড়াও ধুপগুড়ির ভাইস চেয়ারম্যান গুড্ডু সিংমাল ব্লকের মৌলানি গ্রামপাঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও জেলা শিশু সুরক্ষা কমিটির সদস্য মহাদেব রায়, চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুকূল বিশ্বাস সহ ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, সহ একাধিক গুরুত্বপূর্ন ব্যক্তি। এদিন সকলে কলকাতায় দলনেত্রীর সভায় গিয়েছিলেন। ফেরার পথে বিমানটি টেক অফ করার মাত্র ১০ মিনিটের মধ্যেই মাঝ আকাশে ভয়ংকর শিলাবৃষ্টি শুরু হয়। বিমানটি ফের জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। অবশেষে সন্ধ্যা ৭টায় অপর বিমানে মন্ত্রী সহ সকল যাত্রী বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সকলেই সঠিক সময়ে বাগডোগরা পৌঁছেছেন বলে জানা গিয়েছে। সেখান থেকে অরূপ বিশ্বাস জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more