ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন(Russia -Ukraine) যুদ্ধ পরিস্থিতিতে যখন ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে, ঠিক সেসময় প্রাণ হারিয়েছেন ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা। কিন্তু মৃত ছাত্রের দেহ এখনো তাঁর বাবা-মায়ের কাছে এসে পৌঁছায়নি। আর তাই নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরিন্দম বেলাড। শেখারাপ্পার দেহ ফেরানো নিয়ে বিজেপি বিধায়ক বলেন, একটি কফিনের জায়গায় অন্তত ৮ থেকে ১০ জন মানুষ বিমানে উঠতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক। যদিও বেফাঁস মন্তব্য করার পর তা সামাল দিতে বিজেপি বিধায়ক বলেন, নবীনের দেহ ফিরিয়ে আনার জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে বেফাঁস মন্তব্য ধামাচাপা দিতে বিজেপি বিধায়ক যাই বলুন না কেন, ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে বিরোধীরা। শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা।
আরও পড়ুনঃ ‘অপারেশন গঙ্গা’র বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২১৯ ভারতীয়