ডিজিটাল ডেস্ক: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে পাঞ্জাব অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। ইতিমধ্যেই পাঞ্জাবে জোরদার তোড়জোড় শুরু হয়ে গেছে নির্বাচন ঘিরে। কার্যত ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। পাশাপাশি নির্বাচন যত কাছে আসছে, ততই পাঞ্জাবে ভিড় বাড়ছে রাজনৈতিক নেতৃত্বের। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে আম আদমি পার্টি। আর সেই সূত্রেই দু’দিনের পাঞ্জাব সফরে আসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে, আগামী ২৮ থেকে ৩০ শে জানুয়ারি তিনি পাঞ্জাবে আপের হয়ে প্রচার চালাবেন। একাধিক কর্মসূচির মধ্যে অরবিন্দ কেজরিওয়াল জলন্ধর ও অমৃতসরসহ পাঞ্জাবের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যাবেন বলে জানা গিয়েছে। চলবে কেজরিওয়ালের জনসংযোগ। উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ বেছে নিয়েছেন পাঞ্জাবের জনতার ভোটের ভিত্তিতে। আর এবার দেখার কেজরিওয়াল পাঞ্জাবের জনতার মনে কতটা জায়গা করে নিতে পারেন।
আরও পড়ুন : ফের গোয়া সফরে যাচ্ছেন অভিষেক