ডিজিটাল ডেস্ক: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে করোনার কারণে। কার্যত বেশিরভাগ ক্ষেত্রেই ভার্চুয়াল প্রচারে জোর দেওয়া হচ্ছে। আর এই অবস্থায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুরু করতে চলেছেন, ‘এক মউকা কেজরিওয়াল কো’ নামের একটি প্রচার অনুষ্ঠান। কার্যত আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল সাধারণ মানুষের কাছাকাছি আসার জন্য এবার সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে প্রয়োগ করতে চলেছেন বলেই মনে করা হহচ্ছে। এ প্রসঙ্গে আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, দিল্লিবাসীরা এ ধরনের ভিডিও তৈরী করে আপ এর কাজ সম্পর্কে জানাতে পারে। এবং সেক্ষেত্রে ভোটের আগে আপকে যাতে সাধারণ মানুষ সুযোগ দেয় তার আবেদন করা যেতে পারে। সব মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রাজ্যপালের সাথে বৈঠকে আজ আপের রাঘব চাধা