ডিজিটাল ডেস্ক : শিক্ষিকাকে ক্রমাগত হয়রানি করার ফলে শেষ পর্যন্ত পুলিশের হাতে পড়তে হল চার পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে মিরাটের একটি স্কুলে। অভিযোগ উঠেছে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে পড়ুয়াদের তরফ থেকে কুরুচিকর মন্তব্য শোনা গিয়েছে। এমনকি এই সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ্যে এসছে। যদিও সেটি উত্তরবঙ্গ সংবাদের তরফ থেকে খতিয়ে দেখা হয়নি। তবে পুলিশি সূত্রে জানা গিয়েছে, ক্রমাগত ওই মহিলা শিক্ষিকাকে হয়রানি করার ফলে পুলিশের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, যেসব পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা মীরাটের কিথাঔর থানা এলাকায় রাধনা ইনায়তপুর গ্রামের একটি স্কুলে পড়াশোনা করেন। রবিবার ওই স্কুলের এক মহিলা শিক্ষিকা অভিযোগ জানান, দ্বাদশ শ্রেণীর বেশ কয়েকজন পড়ুয়া তাঊকে ক্রমাগত হয়রানি করে চলেছে দীর্ঘদিন ধরে। এমনকি ওই শিক্ষিকাকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে পুলিশি সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ পত্রে ওই মহিলা শিক্ষিকা উল্লেখ করেছেন, গত ২৪ শে জুন সমস্ত মাত্রা ছাড়িয়ে যায়, যখন হয়রানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অন্যদিকে অভিযোগ পেয়ে রবিবার মীরাট পুলিশ গ্রেপ্তার করেছে ৪ পড়ুয়াকে, যাদের জুভেনাইল জার্সির বোর্ডের তত্ত্বাবধানে রেখে বিচার করা হবে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি অবশ্য খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ভাইরাল ভিডিওর সত্যতাও যাচাই করা হবে।