পতিরাম: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব গৌড়বঙ্গের তিনটি জেলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই। এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১০ ও ১১ মে এই দু’দিন গৌড়বঙ্গের তিনটি জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে গৌড়বঙ্গের তিনটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় দক্ষিণ দিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় ক্ষয়ক্ষতির তেমন কোনও সম্ভাবনা নেই। এজন্য চাষি ভাইদের বিশেষ কোনও সতর্কবার্তা জানানো হয়নি।
মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের নোডাল অফিসার ডঃ জ্যোতির্ময় কারফরমা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণিঝড় অশনি নিয়ে আমাদের নিয়মিত পর্যবেক্ষণ চলছে। পরবর্তী সময়ে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হলে অবশ্যই তা জানিয়ে দেওয়া হবে। মাঝিয়ানের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, ১০ মে ওডিশার উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা। তবে এখনও পর্যন্ত গৌড়বঙ্গ তথা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই। ৯ মে পর্যন্ত গৌড়বঙ্গে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য গরমের অস্বস্তি বিরাজ করবে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস।