আসানসোল: গুজরাটে দলের বিরাট জয়ের পরে বৃহস্পতিবার আসানসোল(Asansol) শহরে বিজয়োল্লাসে মাতলেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন প্রথমে হনুমান মন্দিরে পুজো দেন তাঁরা। এরপর আবির খেলেন। পরে পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। এই প্রসঙ্গে ট্রেড সেলের রাজ্য কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি জানান, গুজরাটের জয় রেকর্ড। এর মধ্যে দিয়ে দল সেই রাজ্যে সপ্তমবারের জন্য সরকার গঠন করতে চলেছে। তাই তাঁরা আসানসোলে বিজয়োল্লাস করলেন। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়, বাপি প্রধান, সৈকত হাজরা সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ Asansol | জামুরিয়ায় চোরাই বাইক সহ ধৃত ৩