আসানসোল: পুর নির্বাচনে না লড়লেও আসানসোল (Asansol) পুরনিগমের মেয়র হয়েছিলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়। নিয়মমতো মেয়র হিসাবে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে তাঁকে পুরভোটে জিততে হবে। গত ২৫ ফেব্রুয়ারি বিধান উপাধ্যায় দলের তরফে মেয়র হিসাবে মনোনীত হয়ে শপথগ্রহণ করেন।
কয়েকদিন ধরেই আসানসোল পুরনিগম এলাকায় জল্পনা চলছিল, কোন ওয়ার্ড থেকে লড়াই করবেন বিধান উপাধ্যায়? কবে আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডের উপনির্বাচনের দিন ঘোষণা? শেষপর্যন্ত সেইসব জল্পনার অবসান হল। আগামী ২১ অগাস্ট পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। সেদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৮ জুলাই রাজ্য নির্বাচন কমিশন উপনির্বাচনের নোটিফিকেশন জারি করবে। সেখানেই বলা হবে, কবে থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে, কবে স্ক্রুটিনি ও কবে গণনা হবে। দলীয় সূত্রের খবর, জামুড়িয়া অঞ্চলের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিকে দলের তরফে পদত্যাগ করতে বলা হয়, যাতে সেই ওয়ার্ডে উপনির্বাচন করানো যায়। বিধান উপাধ্যায় জানান, ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য দল তাঁকে বলেছে। নোটিফিকেশন জারি হওয়ার পর মনোনয়নপত্র জমা দেবেন। এরপর প্রচারে নামবেন। অন্যদিকে, উপনির্বাচনে ওই ওয়ার্ডে দলের তরফে যোগ্য প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে দুই বিরোধী দল সিপিএম ও বিজেপি।
আরও পড়ুনঃ Asansol Purnigam | আসানসোল পুরনিগমের ৫ মেয়র পারিষদের দপ্তর বণ্টন