আলিপুরদুয়ার: ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিট ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। সেখানে পশ্চিমবঙ্গ দলে আলিপুরদুয়ার জেলা থেকে আশিস অধিকারী অংশ নিয়েছিলেন। তিনি ৭০ ঊর্ধ্ব বিভাগে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হন। সেই সঙ্গে ২০০ মিটার দৌড়েও দ্বিতীয় হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে আনন্দিত গোটা আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ জানান, নবপ্রজন্মের কাছে সত্যি উনি অনুপ্রেরণা। জেলাবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।
আরও পড়ুন: সামনেই ইদ, বাংলা, বিহারের সঙ্গে টক্কর দিচ্ছে উত্তরপ্রদেশের সেমাই