ডিজিটাল ডেস্ক: গুজরাটে চলছে শেষ বেলার প্রচার। আর হাতে গোনা মাত্র একদিন পরেই শুরু হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচন। সবকটি রাজনৈতিক দল গুজরাট দখল করতে উঠেপড়ে লেগেছে। এদিন গুজরাট নির্বাচন উপলক্ষে প্রচার ছিল কংগ্রেসের। মঞ্চে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। কিন্তু হঠাৎই সেই সভায় ঢুকে পড়ে একটি ষাঁড়। যার ফলে মুহূর্তের মধ্যে সভাস্থলে শুরু হয়ে যায় হইচই।
প্রসঙ্গত, আজ গুজরাটে কংগ্রেসের প্রচার সভা ছিল। সভামঞ্চে অশোক গেহলট (Ashok Gehlot) বক্তব্য রাখছিলেন যখন, ঠিক সেই সময় উপস্থিত জনতার মধ্যে হঠাৎই একটি ষাঁড় চলে আসে। মুহূর্তের মধ্যে উপস্থিত জনতা বিভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এই অবস্থায় সভা মঞ্চ থেকে অশোক গেহলট আবেদন করেন সবাইকে নিজের জায়গায় বসে থাকার জন্য। অবশেষে সভার দায়িত্বে যেসব নিরাপত্তা কর্মীরা ছিলেন, তাঁরাই পরিস্থিতি সামাল দেন।
ষাঁড়টিকে সভাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। যদিও সেই ভিডিও এখনও পর্যন্ত খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ। অন্যদিকে জানা গিয়েছে, ষাঁড় প্রসঙ্গে অশোক গেহলট বলেন, বিজেপি হেরে যাবার ভয়ে ইচ্ছাকৃতভাবে ষাঁড় লেলিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতেও বিরোধীদের সভা এভাবেই বানচাল করেছে বিজেপি।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে আপ। প্রসঙ্গত, গুজরাটের কাতারগ্রাম এলাকায় অরবিন্দ কেজরিওয়ালের রোড শোতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আপের তরফ থেকে বলা হয়, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। অশোক গেহলটের মন্তব্য নিয়ে অবশ্য বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।