মাটিগাড়া: সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্যকে ‘জমি মাফিয়া’ বলে কটাক্ষ করলেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত। বৃহস্পতিবার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি গ্রামে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মেয়রকে এক হাত নেন বেদব্রতবাবু। এদিন সাংবাদিক বৈঠকের পর একটি জনসভায় ভরা মঞ্চ থেকে তিনি গ্রামবাসীদের জানান, শিলিগুড়ির(Siliguri)সবচেয়ে বড় জমি মাফিয়া হলেন অশোক ভট্টাচার্য। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে চাঁদমনি চা বাগান আমার ছিল আর অশোক ভট্টাচার্য সেখানে সার সরবরাহ করত। এমনকী তাঁর বাবা স্বর্গীয় বিনয় কুমার দত্তের মাথায় বন্দুক রেখে জমি দখল করেছে ওরা। আর পাঁচকেলগুড়িতে এসে গ্রামবাসীদের ভুল বোঝানোর চেষ্টা করছে, তা কখনো মানবে না তৃনমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অশোকবাবু। তিনি বেদব্রত দত্তর নাম না করে জানান, যিনি এই কথা গুলো বলেছেন তার ব্যাপারে কিছু বলার নেই, সে মানুষই না।
তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠায় পথ অবরোধ করলেন চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।
Read more