উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত রাখা হল এশিয়ান গেমস এবছর সেপ্টেম্বরের ১০-২৫ তারিখের মধ্যে চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ তম এশিয়ান গেমস। কিন্তু বর্তমানে চিন ব্যাপকভাবে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের শিকার। বিশেষ করে সাংহাই শহরে সংক্রমণের সংখ্যা বেশি। এই শহরের দূরত্ব হ্যাংজু থেকে ভীষন কম। এ মুহূর্তে চীনের সাংহাই সহ বেশ কয়েকটি শহরে করোনার ঢেউ চলছে। সরকারিভাবে বিধি–নিষেধও আরোপ করা হয়েছে। হাংঝু সাংহাইয়ের বেশ কাছের একটি শহর। সেখানেও করোনার প্রকোপ বেড়েছে। এশিয়ান অলিম্পিক কমিটি জানিয়েছে, সবকিছু বিবেচনা নিয়েই এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুন : রাশিয়া কি পরমাণু হামলা চালাবে ইউক্রেনের ওপর? বাড়ছে চিন্তা