কলকাতা: সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা যশ দাসগুপ্ত। এরপরই বিধানসভা নির্বাচনের জন্য চণ্ডীতলার বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তারপর থেকেই জোরকদমে চলছে ভোটের প্রচার। চণ্ডীতলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলে এবং পাশে থাকার আশ্বাস দেন।
No water, no roads, and no hospitals this is the grim reality of the infrastructure of Bengal. Raise your voice with BJP President Shri @JPNadda on 16 March and question the Mamata govt on its fake report card. #EbarSonarBangla
— Yash (@Yash_Dasgupta) March 16, 2021
বিজেপি প্রার্থী নির্বাচিত হওয়ার পরই রাজ্যের শাসকদলকে তোপ দাগেন অভিনেতা। একের পর এক টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। যশ টুইট করে লেখেন, ‘জল নেই, রাস্তাঘাট নেই, এবং কোনও হাসপাতালও নেই। এটি বাংলার পরিকাঠামোর চরম বাস্তবতা। বিজেপি সভাপতি শ্রী জেপি নাড্ডার সঙ্গে আপনারা আওয়াজ তুলুন এবং মমতা সরকারকে তার জাল রিপোর্ট কার্ডের বিষয়ে প্রশ্ন করুন।‘