দিসপুর: প্রবল বৃষ্টিতে বানভাসি অসম। গত কয়েক সপ্তাহ ধরে চলা প্রবল বৃষ্টির জেরে অসমের ২৩টি জেলার ২,০৭১টি গ্রাম বানভাসি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ লক্ষ ২৬ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্যায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২৩ জন।
#WATCH: Villages of Kalakhowa area in Dibrugarh district have been flooded following heavy rainfall in Assam. pic.twitter.com/HSePWXV4RE
— ANI (@ANI) June 29, 2020
গত ২২ মে থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, দারাং, নলবাড়ি, বরপেতা, কোকরাঝোড়, ধুবরি, নগাঁও, গোলাঘাট, জোরহাট, তিনসুকিয়া, পশ্চিম কার্বি আংলং, হোজাই, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, মাজুলি, শিবসাগর সহ ২৩ জেলায় ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, ৬৮,৮০৬ হেক্টরেরও বেশি চাষের জমি ক্ষতি হয়েছে। প্রায় ২৭,৩০৮ জন মানুষ ১৯৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ মেশিনারি এবং জেলা প্রশাসন বন্যা দুর্গত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।
একেতো করোনা তার পাশাপাশি বন্যায় জেরবার অবস্থা অসমে।
রবিবার এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তাঁকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর পাশাপাশি বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। সমস্ত জায়গায় সরকারি বিধিনিষেধ মেনেই কাজ করার চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।