গুয়াহাটি: অসমে ভয়াবহ বন্যায় ৫৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বুলেটিনে জানিয়েছে, মঙ্গলবার ৩২টি বন্যা কবলিত জেলার মধ্যে পাঁচটি থেকে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর ফলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। কামরূপে তিনজন এবং দারাং, করিমগঞ্জ, তামুলপুর ও উদালগুড়িতে একজন করে ডুবে মারা গিয়েছেন। কামরূপে একজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট জলের তলায়। বরপেটা, ধুবড়ি, দারাং, নগাঁও এবং কামরূপ-এই পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অসম সরকারের তরফে ২৭টি জেলায় ১ হাজার ৬৮৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, প্রায় ২৬০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইলাকান্দি, গুয়াহাটি এবং পাথেরকান্দি থেকেও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।
শিলচরে দুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত
গুয়াহাটি: বন্যায় জেরবার অসম। এই দুর্যোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১। রবিবারও শিলচরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এদিন সেখানকার...
Read more