রায়গঞ্জঃ চাকরি দেওয়ার নাম করে এক যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল। ঘটনাটি রায়গঞ্জের। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ওই যুবতীকে বেধড়ক মারধর করার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
রায়গঞ্জ মেডিকেল কলেজের একটি বেসরকারি সংস্থার সাফাই কর্মী পদে কর্মরত ওই যুবতী। তাঁর অভিযোগ, স্থায়ী চাকরির জন্য অভিযুক্ত যুবককে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। মেডিকেল কলেজের গ্রুপ ডি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক। যুবতীর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করে অভিযুক্ত যুবক। এমনকি, টাকা ফেরত চাইতে গেলে ওই যুবতীকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর শনিবার ওই যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগ, রবিবার রাতে কর্মরত অবস্থায় ওই যুবতীকে মারধর করে অভিযুক্ত সহ তিন যুবক। তাঁকে নানা ধরনের কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। তবে পুলিশ গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
সোমবার এই ঘটনায় রায়গঞ্জ থানায় ফের অভিযুক্ত যুবক সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তারক্ষীর কর্ণধার জয়ন্ত রায় বলেন, ‘আমাদের এক মহিলা স্টাফের উপর হামলা হয়েছে। আমরা পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেছি।’ রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’