মালবাজার: বিভিন্ন প্রকল্পের কাজে বিপুল অর্থ বকেয়া থাকায় মাল বিডিও অফিস চত্বরে আন্দোলনে বসেছিলেন মাল ও ক্রান্তি ব্লকের ঠিকাদাররা। অভিযোগ ২০১৭-২০১৮ আর্থিক বছর থেকে আড়াই কোটির বেশি টাকা বকেয়া রয়েছে। কিন্তু সেই টাকা মেটানো হচ্ছে না। বুধবার এনিয়ে আন্দোলন শুরু হলে অস্বস্তিতে পড়তে হয় প্রশাসনকে। বুধবার সারাদিন চলার পর বৃহস্পতিবারও আন্দোলন চলে। পরিস্থিতি মোকাবিলায় বিডিওর সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। বিডিওর তরফে আশ্বাস দেওয়া হয়, বকেয়ার জন্য ওপর মহলের সর্বত্র জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে। আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারী ঠিকাদারদের পক্ষ থেকে আপাতত কিছুদিনের জন্য আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করা হয়। ঠিকাদারদের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত বকেয়া প্রদানের ক্ষেত্রে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে ফের তীব্র আন্দোলন শুরু করা হবে।
আরও পড়ুনঃ যাতায়াতের প্রধান রাস্তার হাল বেহাল, সমস্যায় ওদলাবাড়ির বাসিন্দারা